ঢাকার ধামরাই উপজেলার কালামপুর গরু-ছাগলের হাটে গরু ব্যবসায়ীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আবুল কালাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
জানা যায়, হাটে গরু রাখাকে কেন্দ্র করে গরুর বেপারী আবুল কালামের সাথে সিংগাইরের এক গরুর বেপারীর সাথে কথা কাটাকাটি হয়। তারপর হাতাহাতি বাধে। মারামারির একপর্যায়ে আবুল কালাম মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যান।
এ ব্যাপারে ধামরাই থানার এসআই বাবুল শরীফ জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই জসিম উদ্দিন দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।
বিডি প্রতিদিন/০৮ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ