ময়মনসিংহের ভালুকায় ১৯৭১ সালের ৮ই ডিসেম্বর ভালুকা পাকহানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল।
শুক্রবার দিনব্যাপি স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডাঃ এম আমানউল্লাহ্, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ্ উদ্দিন কাইয়ুম, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, সাবেক উপজেলা পরিষদ চেয়রম্যান কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সাদেকুর রহমান তালুকদার প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন