মোংলা বন্দরের পশুর চ্যানেলের আকরাম পয়েন্ট এলাকা থেকে নৌবাহিনীর সদস্যরা একটি ট্রলারসহ ৫ জন চোরাচালানীকে আটক করেছে।
বৃহস্পতিবার রাতে ওই এলাকায় টহলরত নৌবাহিনীর সদস্যরা চোরাচালানীদের ট্রলারটি থেকে বিপুল বেনসন সিগারেট, বোতলজাত পানি, চাল-ডালসহ বিভিন্ন ধরণের পণ্য সামগ্রী উদ্ধার করে।
আটককৃত চোরাচালানীরা হলো, মোজাম্মেল, আবু হানিফ, হাসান আলী, শফিকুল গাজী ও আইয়ুব আলী। এদের বাড়ি বাগেরহাটের মোংলা ও খুলনার দোকোপ এবং কয়রা উপজেলায়।
পুলিশের প্রাথমিক ধারণা মতে, আটক চোরাচালানীরা এসব পণ্য ভারতে পাচার বা বনদস্যুদের কাছে সরবরাহ করার জন্য ট্রলার বোঝাই করে নিয়ে যাচ্ছিল। তবে আটককৃতরা বলছে, এসব পণ্য জেলেদের জন্য নিয়ে যাচ্ছিল তারা। তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় নৌবাহিনীর সদস্য এসব চোরাচালানীদের ট্রলারসহ আটক করে বৃহস্পতিবার রাতেই থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন