সিরাজগঞ্জের এনায়েতপুরে আগুনে পুড়ে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার এনায়েতপুর থানাধীন জালালপুর ইউনিয়নের বেকা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটে।
নিহতরা হলো-বেকা গ্রামের কৃষি দিনমজুর জামাল হোসেনের ছেলে সোহাগ (৭) ও তার মেয়ে আল্লাদি (৫)। একসাথে দুই সন্তানের মৃত্যুতে বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছে।
জালাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ জানান, রাতে খাওয়া-দাওয়া শেষে মা দুই সন্তানকে ঘুম পাড়িয়ে পাশের বাড়িতে বেড়াতে যান। এসময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে শোবার ঘরে আগুন ধরে যায়। স্থানীয়রা আগুন নিভিয়ে দগ্ধ অবস্থায় দুই ভাই-বোনকে উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পথে শিশু সোহাগ মারা যায়। আরেক শিশু আল্লাদিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যায়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন