সিরাজগঞ্জের চৗহালী উপজেলা সদর রক্ষায় ১০৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন তীর সংরক্ষণ বাঁধে ফের ধস নেমেছে।
শুক্রবার দুপুরে ধসে খাসকাউলিয়া নৌকা ঘাটের দক্ষিণের অংশে ধসে প্রায় ৫৫ মিটার বিলীন হয়ে গেছে।
বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির কারণেই বারবার ধস নামছে বলে অভিযোগ স্থানীয়দের। এর আগে চৌহালী উপজেলাকে রক্ষার জন্য ২০১৫ সালে ১০৯ কোটি টাকা ব্যয়ে ৭ কোটি কিলোমিটার দীর্ঘ নদী তীর সংরক্ষন বাঁধের কাজ শুরু করে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড। নির্মাণের পর এ পর্যন্ত প্রায় ১৪ বার বাঁধে ধস নামে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন