পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সোহাগ শেখ, বয়স ২৯ বছর। শুক্রবার দুপুরে হোগলাবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে হোগলাবুনিয়া গ্রাম থেকে সোহাগ শেখকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির পাঁচ হাজার টাকা জব্দ করা হয়।
এ ব্যাপারে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সোহাগ একটি মাদক মামলার পলাতক আসামি। এ ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সোহাগ শেখ উপজেলার পাতিলাখালী গ্রামে বাসিন্দা।
বিডি প্রতিদিন/০৮ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ