নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে এবং আরো ২/১টি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া দোকানের ভিতরে থাকা একটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়।
শুক্রবার দুপুরে চৌমুহনী রেলওয়ে ষ্টেশন সংলগ্ন একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুমার নামাজ পড়াকালীন সময়ে হঠাৎ করে চৌমুহনী রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি মার্কেটের জেনারেটর ও ফলের আড়ৎ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানালেও ফায়ার সার্ভিস সদস্যরা ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিশ্চিত করতে পারেননি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন