নাটোরের বাগাতিপাড়ায় মাটি বোঝাই ট্রাক্টর উল্টে চালক রানা (২২) নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার দয়ারামপুর মিশ্রিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা লালপুর উপজেলার ওয়ালিয়া পূর্বপাড়া গ্রামের রহমত আলীর ছেলে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন জানান, দুপুরে দয়ারামপুর মিশ্রিপাড়া এলাকায় মাটি বোঝাই একটি ট্রাক্টর উল্টে যায়। এতে ট্রাক্টর চালক রানা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন