নাটোরের সিংড়ায় সরকারি খাল দখলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধ ও ১৫ জন আহত হয়েছে।
এসময় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতার বাড়িসহ প্রায় ২০-২৫টি বাড়ি-ঘরে ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুরে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল কাউয়াটিকরি ও পারিল গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, র্দীঘদিন ধরে সিংড়া উপজেলার বিয়াশ ৪ মাথায় শত বছরের ঐতিহ্যবাহী কাউয়াটিকরি-বিয়াশ বিল দখলকে কেন্দ্র করে দুটি গ্রামের প্রভাবশালীদের মধ্যে বচসা চলে আসছিল।
খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৭টি গরু উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, জাল দলিলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কোন মামলা বা কাউকে আটক করা হয়নি।
সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মীর আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকার মানুষের নিরাপত্তার জন্য সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিপ্রতিদিন/ ০৮ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান