মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় সুরুজ আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সুরুজ আলী আদমপুর এলাকার লাল মিয়ার ছেলে।
শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার আদমপুর বিট অফিসের কাছে এ ঘটনা ঘটে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরুজ মিয়ার বাগান থেকে দুর্বৃত্তরা গাছ কেটে নিচ্ছিল এমন খবর পেয়ে তিনি বাধা দিতে যান। এসময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে বুকের বাম পাশে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন