ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রতিবন্ধী ছেলে রিয়াদ হোসেনকে (৫) গলাকেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বাবা হাবিবুর রহমান (৪২)। এ ঘটনায় আহত হাবিবুর রহমানকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল খায়ের জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাকতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের কৃষক হাবিবুর রহমান তার প্রতিবন্ধী ছেলেকে গলাকেটে হত্যা করে। ছেলে হত্যার পর হাবিবুর নিজেও আত্মহত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আর বাবা হাবিবুর রহমানকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর পাঠানো হয়।
ওসি আরও জানান, কয়েকদিন আগে কৃষক হাবিবুর রহমান ও তার স্ত্রী লাকী আক্তার মধ্যে বাগবিতাণ্ডা হলে লাকী আক্তার তার বাবার বাড়ি চলে যায় ছেলে রেখে। সন্তান পালনে সমস্যা হওয়ায় এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বডিি প্রতদিনি/০৮ ডসিম্বের ২০১৭/আরাফাত