‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার সকালে জামালপুর শহরের বকুলতলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটির সভাপতি মাসুদা আক্তারের সভাপতিত্বে ঘণ্টাব্যপী মানববন্ধনে জেলা প্রশাসন, সরকারি-বেসরকারি সংস্থা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, আতিকুর রহমান ছানা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাসুম আলম খান, জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর সেলিম, কবি সাযযাদ আনসারী প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন