‘আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’’ স্লোগান নিয়ে বরিশালে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বেলুন-ফেস্টুন উড়িয়ে শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বরে দিবসের কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান।
পরে সেখানে দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বরিশালের আয়োজনে জেলা প্রশাসন ও সনাক-টিআইবি বরিশালের সহযোগীতায় দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বরিশাল দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবু সাঈদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান, বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন, সনাক বরিশাল সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে দুর্নীতি বিরোধী গণসাক্ষর সংগ্রহ এবং পরে অশ্বিনী কুমার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তথ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন