‘আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই স্লোগানে নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হচ্ছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রশাসক মোঃ মাহবুব আলম তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, জেলা পরিষদের প্রধান নির্বাহী ড. মাহে আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ কাজী মোঃ রফিক উল্যা, দুর্নীতি দমনের কমিশনের উপ-পরিচালক মোঃ তালেবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক উদয়ন দেওয়ান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুর রঊফ মন্ডল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন ও এল.জি.ই.ডি নির্বাহী প্রকৌশলী এম.এ ছাত্তার সহ প্রমুখ।
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী মানববন্ধন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর সংগ্রহ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন