আজ ফরিদপুরের করিমপুর মুক্তিযোদ্ধা শহীদ দিবস। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর ফরিদপুর জেলার সদর উপজেলার করিমপুর এলাকায় পাক বাহিনীর সাথে মুক্তিবাহিনীর সম্মুখ যুদ্ধ হয়। এ যুদ্ধে সাতজন মুক্তিযোদ্ধাসহ মোট ১১জন শহীদ হন।
দিবসটি উপলক্ষে আজ শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধাদের কবরে ফুল দেওয়া, কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, ডেপুটি কমান্ডার খলিলুর রহমান, নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শহীদদের স্মরণ করতে এসে মুক্তিযোদ্ধারা করিমপুরে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং শহীদ পরিবার হিসাবে নিহতদের পরিবারকে মর্যাদা দেওয়ার দাবি জানান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন