৩নং সতর্ক সংকেত থাকার কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে এবং দ্বীপে ৪ শতাধিক পর্যটক আটকা রয়েছে।
শনিবার বৈরী আবহাওয়া ও ৩নং সতর্ক সংকেত বলবৎ থাকায় টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে কোন জাহাজ সেন্টমার্টিনদ্বীপে যায়নি। ফলে এসব পর্যটক ফিরতে পারছে না। তবে আটকে পড়া পর্যটকরা নিরাপদে আছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
কক্সবাজার আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানান, সাগরে গভীর নিম্নচাপ ও গুরি গুরি বৃষ্টির কারণে সাগর উত্তাল থাকায় ৩নং সতর্ক সংকেত রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।
পর্যটকবাহী জাহাজ কেয়ারী সিন্দাবাদের কাউন্টার ম্যানেজার নুরুল আলম জানান, হঠাৎ করে বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৩নং সতর্ক সংকেত থাকায় ৫ শতাধিক পর্যটক সেন্টমার্টিনদ্বীপে যেতে পারেনি। ফলে যাত্রীদের টিকেটের টাকা ফেরত দিতে হয়েছে। ”
সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, “শুক্রবার থেকে হঠাৎ আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়ায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সেন্টমার্টিনদ্বীপে প্রায় ৪ শতাধিক পর্যটক আটকা পড়েছে। তাদের যাতে খাদ্যসংকট ও থাকাসহ কোন ধরনের অসুবিধা না হয়, তা খোঁজ খবর নেওয়া হচ্ছে।
তিনি আরো জানান, ৩নং সতর্ক সংকেত জারী হওয়ায় শুক্রবার বিকালে পুরোদ্বীপে পর্যটকদের মাইকিং করা হয়েছিল। কিন্তু পর্যটকেরা টেকনাফে ফিরেনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক জানান, ৩নং সতর্ক সংকেত থাকার কারণে নৌরুটে জাহাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। তারা সবাই নিরাপদে রয়েছেন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে জাহাজ চলাচল পুনরায় চালু করে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনা হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন