আওয়ামী লীগের দুই পক্ষের হট্টগোলের মধ্য দিয়ে নেত্রকোনায় মুক্ত দিবস উপলক্ষে শনিবার শহরে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনায় মুক্ত দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট বিজয় র্যালিসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে।
মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে শনিবার বেলা সাড়ে ১১ টায় মোক্তারপাড়া পাবলিক হলের সামনে থেকে বিজয় র্যালি বের হয়। এ সময় র্যালিতে দাঁড়ানো নিয়ে আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়।
অবসরপ্রাপ্ত কর্নেল নূর খান ও জেলা আওয়ামী লীগের সম্পাদক মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু সমর্থকদের মধ্যে বাক বিতণ্ডার সৃষ্টি হলে পরিবেশ উত্তেজণাপূর্ণ হয়ে উঠে। কর্নেল নূর খানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিরোধী অভিযোগ এনে র্যালিতে অংশগ্রহণে বাধা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু। এ নিয়ে দুইপক্ষের সমর্থকদের মধ্যে ব্যাপক হট্টগোল দেখা দেয়। বিষয়টি হাতাহাতির পর্যায়ে চলে যেতে চাইলে মুক্তিযোদ্ধাসহ অন্যান্যদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে উপস্থিত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপে উত্তেজিত মূহুর্ত নিয়ন্ত্রণে এনে র্যালিটি বের হয়। র্যালিতে নেতৃত্ব দেন ক্রীড়া ও যুব উপমন্ত্রী আরিফ খান জয়।
এর আগে কালেক্টরেট প্রাঙ্গণে নির্মিত “প্রজন্ম শপথ” স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পণ করা হয়। সেই সাথে সাতপাই স্মৃতিসৌধে গিয়েও পুস্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ ব্যাপারে পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, বিষয়টি অনুরোধের মাধ্যমে নিয়ন্ত্রণে এনেছি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন