পাথরঘাটার বিষখালী নদীর লালদিয়া এলাকা থেকে নিখোঁজ ৪ জেলের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের মরদেহ পাওয়া যায়।
নিহতরা হলেন, তালতলী উপজেলার ছোট আমখোলা গ্রামের জসিম উদ্দিন, শাহিন মিয়া ও বড় আমখোলা গ্রামের আশিকুর রহমান কিরণ। তবে নিখোঁজ হওয়া আলী হোসেনের (৩৪) এখনো সন্ধান পাওয়া যায়নি।
গত ৭ ডিসেম্বর উপজেলার বড় আমখোলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের এফবি হাওলাদার নামে মাছধরা ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান ওই ৪ জেলে। বৈরি আবহাওয়ার কারণে সেদিনই তারা ফিরছিলেন। সাগরের তীরে এলে ঢেউয়ের আঘাতে ট্রলারসহ তারা ডুবে নিখোঁজ হন।
বরগুনা জেলা প্রশাসন থেকে ৪ পরিবারকে ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়।
বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, স্বজনরা খুঁজাখুঁজির পরে পাথরঘাটার লালদিয়ার চর এলাকায় তিনটি মরদেহ পেয়েছে।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৭/আরাফাত