লালমনিরহাটে বৃহস্পতিবার বিকেলে ৮০ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ দুই চালককে আটক করেছে পুলিশ। লালমনিরহাট-রংপুর মহাসড়কের তিস্তা সড়ক সেতু টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ চালক মতিউর রহমান এবং সহকারী চালক খায়রুলকে আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে হয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ( এ-সার্কেল) সুশান্ত সরকার।
আটকরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বোয়ালভির গ্রামের আব্দুল হামিদের ছেলে ট্রাক চালক মতিউর রহমান (৩৩) ও একই জেলার নাগেশ্বরী উপজেলার শিংয়েরভিটা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে সহকারী চালক খায়রুল ইসলাম (২৬)।
বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ