দেলদুয়ারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দেলদুয়ার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন মিয়া, উপজেলা কৃষি অফিসার কানিজ সুরাইয়া সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এমদাদুল হক, সহকারী কমিশনার (ভূমি) আকতারুন নেছা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক, উপজেলা প্রকৌশলী মীর আলী শাকিব, ওসি (তদন্ত) দিদারুল ইসলাম, প্রমুখ। অনুষ্ঠানে বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার