পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধজীবি দিবস পালিত হল। আজ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ মিলানায়তনে উপজেলা নির্বাহি অফিসার তানভীর মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিধি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার।
বিশেষ বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলউদ্দিন আহম্মেদ বেপারী, পৌর মেয়র বিপুল হাওলাদার, সহ-সভাপতি সুলতান মাহমুদ কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলাউদ্দিন মিলন। মুক্তিযোদ্ধা ও সংবাদিক হাবিবুল্লাহ রানার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম, অধ্যাপক মঞ্জুরুল ইসলাম লিপন, উপজেলা যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম বাবুল, অধ্যাপক আ. সালাম প্রমুখ।
সভায় শুরুতে জাতির শ্রেষ্ঠ সন্তান নিহত বুদ্ধিজীবিদের স্মরনে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালনের করা হয়। এসময় মুক্তিযোদ্ধারাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার