কক্সবাজারের টেকনাফের হ্নীলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৭ কক্সবাজার ক্যাম্পের মেজর রুহুল আমিনের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হচ্ছেন- হ্নীলা বাজার পূর্ব সিকদার পাড়া এলাকার সাইফুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াছমিন (২৫) ও মো. ইউসুফের স্ত্রী জিনাত আরা জিনু (২২)।
সংবাদের সত্যতা নিশ্চিত করে মেজর রুহুল আমিন বলেন, আটক ওই নারীরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় করে আসছিলেন। পাশাপাশি বিক্রয় করার উদ্দেশ্যে ইয়াবা ক্রয় করে বাড়িতে মজুদ করেছিলেন।
জব্দ ওই ইয়াবার আনুমানিক মূল্য দুই কোটি ৪০ লাখ টাকা বলেও জানান মেজর রুহুল আমিন।
বিডি প্রতিদিন/১৫ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম