নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে আজ শুক্রবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপজেলা সদরের পুরান বাজারে ব্যবসায়ী মুহিদ মিয়া ও উজ্জ্বল আহমদ’র ব্যবসা প্রতিষ্ঠানে ৯১ কেজি নিষিদ্ধ পলিথিন পান ভ্রাম্যমাণ আদালত। যার বাজার মূল্য ২০ হাজার টাকা প্রায়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন