টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। শনিবার সূর্যোদয়ের সাথে সাথে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন ও পুলিশ সুপার মো. মাহবুব আলম। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, টাঙ্গাইল প্রেস ক্লাব ও বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের জনতা শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে টাঙ্গাইল স্টেডিয়ামে মনোজ্ঞ বর্ণাঢ্য কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা শারিরীক কসরত প্রদর্শন করেন। এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৭/ফারজানা