সিলেটের বিশ্বনাথে মহান বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এরপর থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পল্লীবিদ্যুৎ জোনাল অফিস, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন-বিইউজে, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, আরডিএস-বাংলাদেশ এবং এফএনপি স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার