নানা কর্মসূচিতে কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। আজ ভোরে সরকারি গুরুদয়াল কলেজ মাঠে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কর্মসূচিতে সরকারি, বেসরকারি অফিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সব শ্রেণি পেশার মানুষ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ফুটবল খেলাসহ নানা আয়োজন।
বিডি প্রতিদিন/এ মজুমদার