মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে আবারও নির্মূল করার প্রত্যায় নিয়ে সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। সকালে সাতক্ষীরা ষ্টেডিয়ামে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন, ছালাম গ্রহণ, পুলিশ, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে শরীর চর্চা প্রর্দশনী ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এসময় সেখানে উপস্থিত থেকে ছালাম গ্রহণ করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু প্রমুখ। পরে সেচ্ছায় রক্তদান কর্মসূচি ও মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয় এবং মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেয়া হয়। এর আগে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার