আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) সফল করার লক্ষে আজ সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা সিভিল সার্জন ডা. শামসুল হক। এতে বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা. আব্দুল ওয়াদুদ, মেডিকেল অফিসার ডা. আসফিয়া সাবেরিন, ডা. রাশিদা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয় ৬ থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ৪৯০ জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ২৮ হাজার ৮৩৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১২ উপজেলার ১১০ ইউনিয়নের ২ হাজার ৭৮৬ টি কেন্দ্রে সেবা প্রদান করবে জেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার কার্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) সফল করার লক্ষে ইউনিয়ন চেয়ারম্যান, ইমাম মোয়াজ্জিন, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে এ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু। প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, সদর থানার অফিসার ইনচার্জ এমদাদ হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার