বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কসবা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে সিনেমা স্টাইলে এক ব্যবসায়ীর ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ দুপুরে প্রকাশ্যে দিবালোকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, পাশ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের চরআইকান্দি গ্রামের তালুকদার আ. হাই’র ছেলে পোল্টি ব্যবসায়ী তালুকদার জলিল ন্যাশনাল ব্যাংকের গৌরনদীর টরকী বন্দর শাখা থেকে আজ বেলা ১২টার দিকে তার হিসেব নম্বর থেকে সাড়ে ৩ লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে অটোরিক্সায় গৌরনদী বন্দরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের কসবা আল্লাহর মসজিদ বাসষ্ট্যান্ড এলাকায় মাইক্রোবাস আরোহী ৫-৬ জন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় ডিবি পুলিশের পরিচয়ে ব্যবসায়ী জলিলের হাতে হ্যান্ডকাপ পড়িয়ে তাকে মাইক্রোবাসে টেনে তোলে তারা। পরে তাকে গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কে নিয়ে মারধর করে অস্ত্রের মুখে জলিলের সাথে থাকা ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে সড়কের পাশে ফেলে দিয়ে দ্রুত সটকে পড়ে মাইক্রোবাস আরোহীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান ওসি মনিরুল।
বিডি প্রতিদিন/এ মজুমদার