সিলেটে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে ডাকাতি মামলার এক ফেরারি আসামি নিহত হয়েছে। নিহত সেই ফেরারি আসামির নাম হাবিবুর রহমান (৩৩)। তিন বছর আগে একটি ডাকাতি মামলার আসামি হয়ে পলাতক ছিলেন হাবিবুর রহমান।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সিলেটের কানাইঘাট উপজেলার সাতবাক ইউনিয়নের চড়ইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। হামলায় আহত এসআই আবু কাওসার, কনস্টবল বশির, রাজ্জাক, পারভেজকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ তাকে ধরার পর ডাকাতরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় উভয় পক্ষের গুলাগুলিতে হাবিব নিহত হন।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর