কুষ্টিয়ায় শুক্রবার ভোর ৪টার দিকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে সিটি কলেজের সামনে এ বন্দুকযুদ্ধ হয়। পুলিশের দাবি, এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
এসময় ঘটনাস্থল থেকে ওয়ান শ্যুটার গান, দু’টি পাইপগান, রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, শ্যুটারগানের গুলি, পাইপগানের দুই রাউন্ড গুলি ও বেশ কিছু মোটা রশি উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারে কুষ্টিয়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল ইসলাম জানান, ভোরে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে গাছের সঙ্গে রশি বেঁধে একদল ডাকাত সড়ক ডাকাতির চেষ্টা করছিল। খবর পেয়ে ডিবি ও কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযানে গেলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।
একপর্যায়ে ডাকাতদলের বাকি সদস্যরা পালাতে সক্ষম হলেও একজন গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ ডাকাত সদস্যকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে তার নাম ঠিকানা জানা যায়নি।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ