ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- বলদিয়া গ্রামের ইয়াকুর মিয়ার ছেলে মো. রেজাউল (৩৫) ও একই গ্রামের নান্না মিয়ার ছেলে ফরিদ মিয়া (১২)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ইঁদুরের হাত থেকে রক্ষা পেতে বলদিয়া গ্রামের কৃষকরা বৈদ্যুতিক তার দিয়ে ধান ক্ষেত ঘিরে রেখেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রেজাউল ও প্রতিবেশী ফরিদ ধান ক্ষেতের পাশ দিয়ে মাছ ধরার জন্য যাওয়ার সময় ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করে নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম