ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় একটি রোগীবাহী এ্যাম্বুলেন্স খাদে পড়ে একজন নিহত ও আহত হয়েছেন অন্তত ৭ জন। শুক্রবার সকাল ৮টার দিকে তীব্র কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, রোগীবাহী একটি এ্যাম্বুলেন্স ঢাকা থেকে শিবচরের দিকে আসছিল। এসময় ঢাকা-খুলনা মহাসড়কে কুয়াশার প্রকোট তীব্র হলে নিয়ন্ত্রণ হারিয়ে এ্যাম্বুলেন্সটি খাদে পড়ে যায়। এতে এ্যাম্বুলেন্সে থাকা সাহেরা বেগম (৭০) ঘটনাস্থলেই মারা যান। আহত হন এ্যাম্বুলেন্সে থাকা আরও ৭ যাত্রী ও চালক। তাদের উদ্ধার করে শিবচর ও ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক। তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে।
নিহত সাহেরা বেগম শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের মোখছেদ মোল্লার স্ত্রী।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ