টঙ্গীর বিশ্ব ইজতেমার অংশ হিসেবে টাঙ্গাইল শহরের ধুলেচর মাদ্রাসা সংলগ্ন বনানী মাঠে অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা ইজতেমার আজ দ্বিতীয় দিন। জেলার বিভিন্ন স্থান থেকে আসা পাঁচ লক্ষাধিক মুসল্লি এ ইজমেতায় আজ জুম্মার নামাজ আদায় করেন। এটি জেলার স্মরণকালের সবচেয়ে বেশী মুসল্লির অংশগ্রহণে জুম্মার নামাজ আদায়।
জেলা ইজতেমা মাঠে স্থান সংকুলান না হওয়ায় আশপাশের সড়ক, বাসা-বাড়ির উঠান ও ছাদে বসেও মুসল্লিদের নামাজ আদায় করতে দেখা গেছে। জুম্মার নামাজ পরিচালনা করেন টাঙ্গাইল তাবলীগ জামাতের পেশ ইমাম মাওলানা আব্দুল হাই।
বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রতিদিন দেশি-বিদেশি ওলামায়ে কেরামগন বয়ান করছেন। ইজতেমায় আগত মুসল্লিরা এসব বয়ান শ্রবন করছেন।
আগামীকাল শনিবার (২৩ ডিসেম্বর) সকাল দশটায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী ‘টাঙ্গাইল জেলা ইজতেমা’ শেষ হবে। আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে প্রশাসনের পক্ষ থেকে সবধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। ইজতেমায় আগত মুসল্লিদের সেবায় নিয়োজিত রয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থার কর্মীরা।
এদিকে ইজতেমায় আসা তিনজন মুসল্লি ইন্তেকাল করেছেন। আজ জুম্মার নামাজের পর তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৭/হিমেল