টাঙ্গাইলের সখীপুরে অপহরণের ২৪ দিন পর নবম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সখীপুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় শাহদাত হোসেন (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। অপহৃতা ওই ছাত্রীর বাড়ি পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে। সে স্থানীয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্রী। এ ঘটনায় গত ২৮ নভেম্বর নারী নির্যাতন ও অপহরণ মামলা করেন তার বাবা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশ থেকে গত ২৮ নভেম্বর বিকেলে ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় শাহদাত হোসেন। সে পৌর সভার ৮ নং ওয়ার্ডের আমীর আলীর ছেলে। এ ঘটনায় ওই দিন সখীপুর থানায় নারী, শিশু নির্যাতন ও অপহরণ মামলা হয়।
সখীপুর থানার এসআই মো মজিবুর রহমান বলেন, অপহৃতাসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার সকালে অপহৃতাকে আদালতে পাঠানো হবে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৭/হিমেল