নেত্রকোনার মোহনগঞ্জে বিলে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আব্দুস সালাম (৩০) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার সন্ধ্যায় উপেজলার সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুস সালামের পিতা সোনা মিয়াকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোহনগঞ্জ থানার ওসি আনসারী জিন্নত আলী জানান, জয়পুর গ্রামের মোতালেব নামের একজন জমি (বিল) বিক্রি করেন সাবেক মেম্বার বারেকের কাছে। এদিকে একই জমির মালিকানা দাবি করেন সোনামিয়া। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে আজ সোনামিয়া ও তার ছেলে সহ কয়েকজন ওই বিলে মাছ ধরতে গেলে প্রতিপক্ষ বারেক ও মোতালেব গংরা হামলা চালালে আব্দুস সালাম নামের একজন নিহত হন। সোনামিয়াকে ময়মনসিংহ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৭/হিমেল