নেত্রকোনার মদন উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহপরিচারিকা এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে মাদকসহ আটক করেছে পুলিশ। এরা হলেন, জাহাঙ্গীরপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে মেকানিক্স একদিল মিয়া (৪৬) ও কালা মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী ফজলুল হক (৪৫)।
শুক্রবার সকালে কিশোরী নিজে বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের করলে এলাকায় অভিযান চালিয়ে পুলিশ দুজনকে আটক করে। এসময় ফজুলল হকের কাছ থেকে ৪১ পিস ইয়াবা পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খালিয়াজুরী উপজেলার গচিগাও গ্রামের এক কৃষকের কিশোরী মেয়ে মদন পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সেকুল মিয়ার বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। বৃদ্ধ মাসহ কিশোরীকে বাসায় রেখে কাউন্সিলর পরিবারসহ সিলেট শ্বশুরালয়ে চলে যান। এই সুযোগে বাসায় থাকা কর্মচারী মেকানিক্স একদিল মিয়া কিশোরীকে বিয়ের কথা বলে ফুসলিয়ে বৃহস্পতিবার রাতে হাওরের একটি পরিত্যক্ত বাসায় নিয়ে যায়। রাতে তাকে বাসায় খুঁজে না পাওয়ায় কাউন্সিলর সেকুলের লোকজন মদন থানায় অবগত করেন। পুলিশ রাতেই ওই ওয়ার্ডের হাওরের একটি পরিত্যক্ত বাসা থেকে কিশোরীকে উদ্ধার করে।
মদন থানার ওসি মোঃ শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরীকে ধর্ষণের বিষয়টি আটককৃতরা স্বীকার করেছে। এর আগেও কয়েকবার বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেছে বলে তারা পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৭/হিমেল