টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের কালিহাতী উপজেলার যদুরপাড়া নামক স্থানে বাস-সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ নারী নিহত হয়েছে। আর এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩ সিএনজি যাত্রী। শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার বড় বিন্যাফৈর গ্রামের সোহেল রানার স্ত্রী রনি বেগম (২৬) এবং মৃত তোরাপ আলীর স্ত্রী তারাবানু (৬০)। আহত হয়েছেন সোহেল রানা, অন্তর ও আবুল কাশেম।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা সিএনজি চালিত অটোরিক্সাযোগে ঘাটাইল উপজেলার লোকেড়পাড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী ২ নারী মারা যান। গুরুতর আহত অবস্থায় সিএনজির চালকসহ ৩ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে যান চলাচল স্বাভাবিক করে। কিন্তু ঘাতক বাসের কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৭/হিমেল