ঝিনাইদহের হরিণাকুণ্ডতে ৫০ টাকার ক্ষোভে মেয়েকে আছাড় মেরে হত্যা করা সেই পাষণ্ড বাবা লিটন মণ্ডলকে গ্রেফতার করেছে হরিণাকুণ্ড থানা পুলিশ। শুক্রবার বিকালে হরিণাকুণ্ড উপজেলার আইজউদ্দিন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হরিণাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম শওকত হোসেন জানান, মেয়েকে আছড়ে হত্যাকারী লিটন মণ্ডল আইজউদ্দিন মোড় এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার লিটনকে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী করানো হবে।
উল্লেখ্য, বুধবার ঝিনাইদহের হরিণাকুণ্ডতে স্ত্রীর সাথে পারিবারিক কলহের জের ধরে মায়ের কোল থেকে দুই বছর বয়সী কন্যা শিশুকে ছিনিয়ে নিয়ে আছড়ে হত্যা করে পাষণ্ড পিতা। বুধবার সকাল সাড়ে সাতটার সময় উপজেলার তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি ২০১৮/হিমেল