পাহাড়ি সংগঠন ইউপিডিএফ-এর জেলা সংগঠক মিঠুন চাকমাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।
শনিবার সকাল থেকে এ অবরোধ শুরু হয়েছে। এর ফলে সকাল থেকে খাগড়াছড়িতে অভ্যন্তরীণ ও দূর পাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
এর আগে, গত বুধবার বাসার সামনে থেকে ডেকে নিয়ে মিঠুন চাকমাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৮/মাহবুব