খুলনার কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি আশাফুর রহমানসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার গোবরা গ্রাম থেকে নাশকতার পরিকল্পনার সময় তাদের আটক করা হয়।
আটক অন্যরা হলেন, থানার যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ, আব্দুল হাই সিদ্দিকী ও সুরা সদস্য জামাল হোসেন।
বিষয়টি নিশ্চিত করে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, গোপন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি ২০১৮/হিমেল