লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুল আহাদকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ২০ মামলার আসামি বলে জানা গেছে।
শুক্রবার রাতে গ্রেফতারের পর শনিবার দুপুরে তাকে লক্ষ্মীপুরের আদালতে পাঠানো হয়। এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, তার বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে। গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আবদুল আহাদ পাটারিরহাট ইউনিয়নের বশির আহাম্মদের ছেলে।
বিডি প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ