ফরিদপুর শহরতলীর কানাইপুর ইউনিয়নের ফরিদপুর জুট ফাইবার্সের কাছে আগুন লেগে ৯টি বসতঘর পুড়ে গেছে। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ১ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কানাইপুর জুট ফাইবার্সের পাশে জনৈক মৃত হালিম মোল্লার বসতবাড়ির ভাড়াটিয়া আকলিমার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরের মধ্যে রাখা কুপি থেকে আগুন লেগে তা দ্রুত বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন আশ পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একে একে তিনটি বসতবাড়ির ৯টি ঘর ও ঘরের সমস্ত মালামাল পুড়ে যায়।
আগুনের খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে পুড়ে যাওয়া ঘরের ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা হলেন, আকলিমা বেগম, মোঃ সালাউদ্দিন, বিউটি বেগম, পাপ্পু, জয়নাল, বাতাসী, সাজেদা বেগম, আনোয়ারা ও হাজেরা। এরা ফরিদপুর জুট ফাইবার্সের শ্রমিক হিসাবে কাজ করতো বলে জানা গেছে।
ফরিদপুর ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের কারণে ৯টি ঘরের সমস্ত মালামাল পুড়ে গেলেও কেউ আহত হয়নি। আগুনে পুড়ে কি পরিমান ক্ষতি হয়েছে তা নিরুপণ করা যায়নি।
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি ২০১৮/হিমেল