গাজীপুর থেকে প্রকাশিত সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক শীতলক্ষ্যা পত্রিকার ২৭ বছর পূর্তি উপলক্ষে ১শ পৃষ্ঠা সম্বলিত একটি বিশেষ সংখ্যা কার্পাস প্রকাশিত হয়েছে।
বিশেষ সংখ্যা কার্পাসের আনুষ্ঠানিকভাবে মোড়ক উম্মোচন করলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ্, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংবাদিক সঞ্জীব কুমার দাস (সমকাল), সাইফুল ইসলাম শাহীন (যুগান্তর), কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন (ইনকিলাব), মো. মুজিবুর রহমান (মানবজমিন), নজরুল ইসলাম আজহার (সম্পাদক, বাংলা ভূমি), জাকির হোসেন কামাল (আমাদের সময়), বেলায়েত হোসেন (আমাদের অর্থনীতি), সমির বণিক (সংবাদ), গোলাম সারওয়ার (দেশ প্রতিদিন), তপন বিশ্বাস (সকালের খবর), আব্দুল কাইয়ুম (মানব কণ্ঠ), আকরাম হোসেন রিপন (আলোকিত বাংলাদেশ), শাকিল হাসান (যায়যায়দিন), নুরুল আমিন সিকদার (ভোরের কাগজ), নজরুল মাস্টার (শীতলক্ষ্যা), হাজী সাইফুল ইসলাম (জনতা), মঞ্জুরুল ইসলাম, সফিকুল ইসলাম সবুজ (প্রতিদিনের সংবাদ), মুজিবুর রহমান (মাই টিভি), খাইরুন্নাহার (স্বাধীন সংবাদ), আসাদুল্লাহ মাসুম (ভোরের পাতা), সাইফুল ইসলাম নান্না (শীতলক্ষ্যা), আনিছুর রহমান (মুক্ত সংবাদ), শেখ সফিউদ্দিন জিন্নাহ্ (বাংলাদেশ প্রতিদিন) সহ অন্তত অর্ধশতাধিক সংবাদকর্মী। কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক প্রমুখ।
গাজীপুরের কাপাসিয়ার ডাক বাংলোতে গত রাতে অনুষ্ঠানটি হয়। এ সময় এমপি রিমি শীতলক্ষ্যার প্রশংসা করে বলেন, শীতলক্ষ্যা পজেটিভ কাপাসিয়ার কথা বলে। আমি চাই শীতলক্ষ্যার মত অন্য সাংবাদিকরাও পজেটিভ কাপাসিয়ার সংবাদ তুলে ধরবেন। সাংবাদিকের কলমে অনেক শক্তি। এই কলমের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন