সময়োপযোগী সার্বজনীন একমুখী শিক্ষা প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিত সামাজিক আন্দোলন ময়মনসিংহ জেলার আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার দুপুরে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সামাজিক আন্দোলন ময়মনসিংহ জেলার সভাপতি কবি আমিনুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবি ও সাংবাদিক স্বাধীন চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন, বিশিষ্ট আইনজীবি এএইচএম খালেকুজ্জামান, এডভোকেট এমদাদুল হক মিল্লাত, কবি ও সংগঠক ইয়াজদানী কোরায়শী কাজল, অ্যাড. শিব্বির আহাম্মেদ লিটন, সংস্কৃতিজন আলী ইউসুফ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অহনা নাসরিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ নূর জাহান পারভীন।
এসময় আন্দোলনের সাথে ঐকমত্য পোষণ ও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, জাফর আহম্মেদ চৌধুরী প্রমুখ।
বক্তরা বলেন, শিক্ষা ক্ষেত্রে নানান রকম দুর্নীতি বিদ্যমান। এর সাথে শিক্ষা প্রশাসনসহ অনেক ক্ষেত্রে শিক্ষকদেরও যোগসাজস থাকে। শিক্ষার মান উন্নয়নে সরকারের সঠিক পদক্ষেপ গ্রহন করা জরুরী। এছাড়াও অনুমোদনবিহীন শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে আইনের আওতায় এনে প্রতিষ্ঠানগুলোর বেপরোয়া বানিজ্য বন্ধ করার দাবি জানান বক্তারা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন