বগুড়ার সারিয়াকান্দির আমতলী সুখদহ নদী সংলগ্ন মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষ হলো। চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চলের ১৭টি ঘোড়া অংশ গ্রহণ করে। ঘোড়দৌড়কে কেন্দ্র আমতলী সুখদহ নদীর উপর মেলা বসেছে। স্থানীয়রা বাসিন্দারা মেয়ে জামাই ও আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ জানিয়ে উৎসব মুখর করে তোলে এলাকাটি।
এবারের ঘোড়দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঘোড়া লালন শাহ্ এর সওয়ারি মোহাম্মদ মোস্তাকিম রহমান (১০)।
গত মঙ্গলবার প্রতিযোগিতা শুরু হয়ে শেষ হয় শুক্রবার রাতে। শেষ দিন বিকেলে ঘোড়দৌড় প্রতিযোগিতার চূড়ান্ত দৌড় হয়। অন্য সব ঘোড়াকে পিছনে ফেলে প্রতিযোগিতায় ঘোড়া লালন শাহ্ এর সওয়ারি মোস্তাকিম প্রথম হয়।
ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার মানুষের ঢল নামে। ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মেলার প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ মোকছেদুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, সদস্য জাহাঙ্গীর আলম, সাহাদত জামান প্রমুখ।
মেলার প্রধান পৃষ্ঠপোষক সারিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ফুলবাড়ি গমির উদ্দিন বহুমূখী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোকছেদুল আলম জানান, বাংলাদেশ ঐতিহ্য ও সংস্কৃতির দেশ। এদেশের সকল স্থানে শীতকালে বিভিন্ন ধরনের মেলা বসে। প্রতিটি বাড়িতে চলে নানা রকম আয়োজন। মেয়ে জামাই, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবে আগমন ঘটে। তাই এলাকাবাসীর প্রচেষ্ঠায় গত ৬ বছর ধরে এই মেলার আয়োজন চলছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন