নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাঝগাঁও ইউনিয়নের আগ্রান ফিলিং স্টেশন এলাকায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক পুরুষ ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর আড়াইটার দিকে পথচারীরা আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত ওই লাশটি মহাসড়কের পাশে গাছ-পালার মধ্যে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মরদেহটির পরনে ছিলো চেক শার্ট, কালো রংয়ের জ্যাকেট ও লুঙ্গী।
বনপাড়া হাইওয়ে থানার (ওসি) জিএম শামসুন নুর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি সড়ক দুর্ঘটনায় নিহত বা হত্যা করে লাশ ফেলে রেখেছে কি-না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার