ঠাকুরগাঁওয়ে একই স্থানে আওয়ামীলীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ আয়োজন করায় আইনশৃংখলা পরিস্থিতি অবনতির আশংকায় সদরের ৫টি সভাস্থানে অনিদিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসলাম মোল্লা এ আদেশ জারি করেন। এ খবর পেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের কর্মসুচী বাতিল করেছেন।
বিএনপির দলীয় সুত্রে জানা গেছে, শনিবার দুপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া, ভেলারহাট, ঢোলারহাট, রাজাগাঁও ও রামনাথ এলাকায় সমাবেশ আয়োজন করা হয়। এই সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু একই দিন একই স্থানে স্থানীয় আওয়ামী লীগের পাল্টা কর্মসূচী থাকায় পরিস্থিতি অবনতির আশংকায় উপজেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে।
এ দিকে এঘটনার প্রতিবাদে দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন