তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, চলনবিল সবচেয়ে বেশি অবহেলিত ছিল, সেই চলনবিল এখন বিদ্যুতের আলোয় আলোকিত। মানুষ আজ শিক্ষা ও উন্নয়নের ছোঁয়া পেয়েছে। স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। এক সময় এদেশে মানুষের যোগাযোগ ব্যবস্থা ছিল না, ফোন ছিল হাতেগোনা, সেই বাংলাদেশ বদলে গেছে। এখন আমরা ডিজিটাল বাংলাদেশে বাস করি। আজ সিংড়া পৌর শহরের জোড়মল্লিকা নিংগইন উচ্চবিদ্যালয়ে ঐতিহ্যের ৫০বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিংগইন জোড়মল্লিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক জয়নাল আবেদিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া দমদমা পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ শারফুল ইসলাম তারাসহ স্কুলের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা।
এর আগে প্রতিমন্ত্রী সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক নতুন একটি অ্যাম্বুলেন্স প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন এবং হাসপাতাল উন্নয়নের প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার