পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামীর বাংলাদেশ অনেক ভালো, অনেক সম্ভাবনাময়। বাংলাদেশ তোমাদের জন্য অপেক্ষা করছে। বাংলাদেশ বিশ্বের অন্যতম উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। আজ মন্ত্রী নিজ সংসদীয় এলাকা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নে গণসংযোগকালে বেলতলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
গণসংযোগকালে মন্ত্রী বলেন, দেশের সঙ্গে তাল মিলিয়ে সমৃদ্ধির পথে কুমিল্লাও অনেক দ্রুতগতিতে এগুচ্ছে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এখানে ইপিজেড স্থাপিত হওয়ায় হাজারো লোকের কর্মসংস্থান হয়েছে। জেলার আনাচে-কানাচে গড়ে ওঠেছে ছোট-বড় শিল্প-কারখানা। এছাড়া লালমাই এলাকায় সহসা স্থাপিত হবে আইটি পার্ক। এজন্য ১১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। কুমিল্লা-নোয়াখালী সড়ক চার লেনে উন্নীত করার দরপত্র আহবান করা হয়েছে। তিনি বলেন, বিপিএলেও কুমিল্লা বেশ সুনাম অর্জন করেছে। আইটি সেক্টরসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এসময় তিনি নৌকাকে দেশের উন্নয়নের প্রতীক হিসেবে আখ্যা দিয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন এবং আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আবারো সরকার গঠনের লক্ষ্যে নৌকা প্রতীকে ভোট চান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, সহ-সভাপতি শাহাদাত হোসেন তছলিম, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার